জরিপ বলছে, কেজরিওয়াল হচ্ছেন মুখ্যমন্ত্রী
ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) পাবে ৩৭ আসন। বিপরীতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাবে ২৯ আসন। দিল্লির সাবেক শাসক দল কংগ্রেস পাবে মাত্র চারটি আসন।
দ্য হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস ও এবিপি নিউজের জনমত জরিপের ওপর ভিত্তি করে ভারতের টেলিভিশন এনডিটিভির এক জরিপে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার এনডিটিভি তাঁদের অনলাইন সংস্করণে জরিপটি প্রকাশ করে।
আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার দিল্লিতে ভোট অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। এতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) প্রথম নারী পুলিশ কর্মকর্তা ও সমাজকর্মী কিরণ বেদি। তাঁর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অরবিন্দ কেজরিওয়াল।
পরিবর্তনের আশ্বাস দিয়ে ২০১৩ সালে দিল্লির মসনদে বসেছিলেন এএপির নেতা কেজরিওয়াল। কিন্তু মাত্র ৪৯ দিন ক্ষমতায় থেকে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। এর পর থেকে দিল্লিতে রাষ্ট্রপতির শাসন চলছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিধানসভা ভেঙে দেওয়া হয়।
ওই নির্বাচনে বিজেপি সরকার গঠন করার মতো আসন পায়নি। পরে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল এএপি।