লাখো টিউলিপে বর্ণিল কাশ্মীর
শুভ্র বরফ, সর্পিল নদী আর ছবির মতো ছোট ছোট উপত্যকার রাজ্য জম্মু কাশ্মীর। নৈসর্গিক সৌন্দর্যের কারণে ভূ-স্বর্গ হিসেবে পরিচিত রাজ্যটি ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণ। সে আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। সর্বসাধারণের প্রবেশের জন্য আজ সোমবার বাগানটি খুলে দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ।
আগামী এক মাস লাখ লাখ বর্ণিল টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ হবে বাগানে আগত বিপুলসংখ্যক পর্যটক। এ বাগান থেকে পার্শ্ববর্তী দাল হ্রদের নয়নাভিরাম দৃশ্যও উপভোগ করতে পারবেন তাঁরা।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, গত বছর ৫ এপ্রিল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল জাবারওয়ান হিলের টিউলিপ বাগানটি। এবারও এপ্রিলের প্রথম সপ্তাহে এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো।
কাশ্মীরের ফুল চাষ বিভাগের পরিচালক সুনীল মিসরি বলেন, ‘এ বছর আমরা তিন লাখ টিউলিপ আমদানি করেছি। এই মৌসুমে বাগানে ১০ লাখ টিউলিপ ফুল ধরবে বলে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩৫ শতাংশ টিউলিপ ফুল ফুটেছে। আমরা তিন জাতের টিউলিপ চাষ করেছি যাতে এগুলো বিভিন্ন সময়ে ফোটে এবং বেশিসংখ্যক পর্যটক বাগানে আসে।’
সুনীল বলেন, টিউলিপের ৫৩টি জাত বাগানে শোভা পাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ২২টি জাত কিনেছি। এর মধ্যে তিনটি জাত কাশ্মীরে প্রথম।’
গত সপ্তাহে কাশ্মীরজুড়ে টানা বৃষ্টিপাতের পরও টিউলিপ বাগানের প্রবেশদ্বার খুলতে দেরি হয়নি। প্রিয় ফুলের সৌরভ নিতে প্রথম দিনেই পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
টিউলিপ ফুল দেখতে নয়াদিল্লিতে থেকে কাশ্মীরে যাওয়া পর্যটক রজনী অরোরা বলেন, ‘এই সুন্দর বাগান দেখে আমি অবিভূত। আমি খুবই ভাগ্যবান যে আমি কাশ্মীর ভ্রমণ করছি এমন একটা সময়ে, যখন বাগানে টিউলিপ ফুটেছে।’