সাবেক নাৎসি রক্ষীর পাঁচ বছর কারাদণ্ড
কুখ্যাত 'অশউইৎজ' বন্দিশিবিরের সাবেক রক্ষী রাইনহোল্ড হ্যানিংকে (৯৪) পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নাৎসি ওই কারাগারে হত্যাকাণ্ড বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় হ্যানিংকে এই দণ্ড দেওয়া হয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলের ডেটমল্ড শহরের এক আদালত এই রায় দেন।
বিবিসি জানায়, ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত এসএস রক্ষী হিসেবে অশউইৎজে দায়িত্ব পালন করে রেইনহোল্ড হ্যানিং। ওই সময় অন্তত এক লাখ ৭০ হাজার মানুষকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড বন্ধে কোনো উদ্যোগই নেননি হ্যানিং। চার মাস আগে পশ্চিম জার্মানির ডেটমোল্ড শহরের আদালতে রেইনহোল্ড হ্যানিংয়ের বিচার শুরু হয়।
আদালতের বিচাকাজ চলাকালীন বেশির ভাগ সময়ই শান্ত ও নির্বিকারভাবে নিজের হুইলচেয়ারে বসে ছিলেন রেইনহোল্ড হ্যানিং। কারো দিকে সরাসরি তাকানো থেকেও বিরত ছিলেন তিনি।
শুক্রবার ডেটমোল্ড শহরের আদালতে উপস্থিত ছিলেন বাদী হেডি বোহম, এরনা দো ভিরিস, উইলিয়াম গ্লিয়ড এবং লিয়ন শেওরজবাম। এঁরা সবাই অশউইৎস কারাগার থেকে জীবিত ফিরতে পেরেছিলেন। তাঁদের সাক্ষ্যতেই রেইনহোল্ড হ্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালতের প্রথম সারিতে পরিবার পরিজন নিয়ে উপস্থিত থেকে বাদীরা রায় শোনেন।
আদালতের রায়ের পর উইলিয়াম গ্লিয়ড বলেন, প্রকৃতপক্ষ দণ্ডটি মুখ্য নয়। মূল বিষয়টি হলো জার্মানির আদালতে সাবেক নাৎসির দোষী প্রমাণিত হওয়া।
এর আগে গত বছর অশউইংজ কারাগারের অপর কর্মী অস্কার গ্রোয়েনিংকে (৯৪) চার বছর কারাদণ্ড করা হয়। নাৎসি অধিকৃত পোলান্ডের অশউৎজ কারাগারে ১১ লাখ মানুষ হত্যা করা হয়, যাদের জি কিবরিয়া ছিলেন ইহুদি।