তুরস্কে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসী অপপ্রচারের অভিযোগ
তুরস্কে দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসী অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। দেশটির এক আদালত থেকে অভিযোগ করা হয়েছে।
বিবিসি জানায়, অভিযুক্তদের মধ্যে আছেন সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) তুরস্ক প্রতিনিধি সাংবাদিক এরল অদেগলু, প্রখ্যাত সাংবাদিক আহমেত নেসির এবং শিক্ষাবিদ ও তুরস্ক মানবাধিকার সংগঠনের প্রধান শবনম করুর।
অভিযুক্ত তিনজনই কুর্দিদের সমর্থন জানানো সংবাদমাধ্যম ‘অজগুর গুন্ডামে’র এক আন্দোলনে সমর্থন জানান। তুরস্কের সংবাদমাধ্যমে বলা হয়, তাঁরা প্রত্যেকেই প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতা অবিশ্বাস্যরকম স্বল্প। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে ১৫১তম অবস্থান তুরস্কের।
আরএসএফের পূর্ব ইউরোপ ও এশিয়া ডেস্কের প্রধান জোহান বির বলেন, এটি তুরস্কের সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য আরেকটি কালো দিন।
জোহান বির আরো বলেন, কুর্দি অঞ্চলে তুরস্কের সেনা অভিযান নিয়ে তিনটি নিবন্ধ লেখেন এরল অদেগলু। এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, আরএসএফের সঙ্গে প্রায় দুদশক ধরে কাজ করা এই সাংবাদিক বহুবার তুরস্ক সরকারের রোষানলে পড়েছেন।
বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নের চাপের পরও আঙ্কারা সাংবাদিক এবং শিক্ষাবিদদের বিচারের সম্মুখীন করছে। সম্প্রতি তুরস্কে সাংবাদিকসহ উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের বিরুদ্ধে আইনি লড়াই বেড়েছে। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ এনে গত মাসে দুজন প্রখ্যাত সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়।