পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদকে গুলি করে হত্যা
পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে দেশটির করাচি শহরের লিয়াকতবাদ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর গাড়ি লক্ষ্য করে এ হামলা করে।
পুলিশের অতিরিক্ত পরিদর্শক জেনারেল মুশতাক মেহার দ্য ডনকে জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে আমজাদ সাবরির গাড়ি লক্ষ্য করে গুলি করে। তিনি এই কাওয়ালি শিল্পী হত্যাকে ‘টার্গেট কিলিং’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলেও তিনি জানান।
আমজাদ সাবরি সহযোগীদের নিয়ে গাড়িতে করে লিয়াকতবাদ-১০ এলাকায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। হামলায় আমজাদ সাবরিসহ আহত দুজনকে তাৎক্ষণিকভাবে আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান।
পশ্চিমাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জানান, আমজাদ সাবরিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা চারটি গুলি ছুড়ে। এরপর তারা হাসান স্কয়ার রুট ধরে পালিয়ে যায়।’ তিনি বলেন, ‘আমরা এই এলাকা ঘিরে রেখেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী গুলাম আহমেদ পাকিস্তানের সামা টিভিকে বলেন, ‘তিনি দুই মোটরসাইকেল আরোহীকে গাড়ির একপাশে গুলি ছুড়তে দেখেছেন। এরপর তারা গাড়ির অপর পাশে আরো চারটি গুলি ছুড়ে।’
অতিরিক্ত পুলিশ সার্জন ডা. রোহিনা হাসান এই কাওয়ালি শিল্পীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তাঁর মাথায় দুটি ও পায়ে একটি গুলি লেগেছে। আব্বাসি শহীদ হাসপাতাল হেলথ সার্ভিসের সিনিয়র ডিরেক্টর জানান, হাসপাতালে আনার পরই আমজাদ সাবরিকে মৃত ঘোষণা করা হয়।