যিশুর স্ত্রী ও পুত্রসন্তান ছিল!
যিশুখ্রিস্টের স্ত্রী ও ছেলে ছিল। পারিবারিক কবরস্থানে তাঁদের সমাহিত করা হয়েছিল। ইসরায়েলের ভূবিজ্ঞানী ড. আরিয়ে শিমরন এ দাবি করেছেন। জেরুজালেমে আবিষ্কৃত একটি সমাধিক্ষেত্রের ১৫০টি রাসায়নিক নমুনার ভিত্তিতে তিনি এই দাবি করেন।
ডেইলি মেইল জানিয়েছে, জেরুজালেমের পূর্ব তালপিয়টে ১৯৮০ সালে যিশুখ্রিস্টের পারিবারিক এই সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়। এখানে যিশু, তাঁর বাবা জোসেফ, মা, তাঁর এক ভাই, স্ত্রী মেরি, তাঁর ছেলে জুদাহসহ নয়জনকে সমাহিত করা হয়েছিল বলে দাবি করেন ড. আরিয়ে শিমরন। তাঁর এই গবেষণা একটি কঠিন সত্যকে সামনে দাঁড় করাবে। ভূবিজ্ঞানীর দাবি অনুযায়ী, ‘ঈশ্বরের পুত্র’ যিশুর পুনরুত্থানও মিথ্যা প্রমাণিত হবে।
ইসরায়েলের জিওলজিক্যাল সার্ভের অবসরপ্রাপ্ত এই জ্যেষ্ঠ গবেষক বলেন, ‘আমি যা ধারণা করেছিলাম, তার পেছনে এগুলো শক্তিশালী তথ্যপ্রমাণ। ৩৬৩ খ্রিস্টাব্দে জেরুজালেমে বন্যায় এই সমাধিক্ষেত্র প্লাবিত হয়েছিল। এই তত্ত্বের ওপর ভিত্তি করেই আমি এ গবেষণা শুরু করি।’
শিমরন ও তাঁর দল তালপিয়ট সমাধিক্ষেত্রের ২৫টি কফিনের রাসায়নিক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। কফিনগুলো মাটি দিয়ে ঢাকা পড়ে ছিল। এই কফিনগুলোর মধ্যে একটি চুনাপাথরের কফিন রয়েছে। অনেকের বিশ্বাস, প্রথম শতাব্দীর এই চুনাপাথরের কফিনটি যিশুর ভাই জেমসের। সমাধির গায়ে যিশু, মারিয়া, জোসেফ, মেরি, ইয়ুস, ম্যাথো, জুদাহসহ নয়জনের নাম খোদাই করা রয়েছে।
তবে অনেক বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ববিদ আরিয়ে শিমরনের এ দাবি প্রত্যাখ্যান করেছেন।