ইস্তাম্বুলে হামলায় আইএস : প্রধানমন্ত্রী
তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিট স্টেট (আইএস) জড়িত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম।
আজ বুধবার স্থানীয় সময় সকালে ঘটনাস্থলে গিয়ে এ কথা বলেন তুরস্কের সরকারপ্রধান।
এ হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, এটা নির্মম সন্ত্রাসী হামলা। তিনি সন্ত্রাসীদের উদ্দেশে তাদের পথ পরিবর্তনের জন্য বলেন।
এদিকে, বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলার ঘটনায় এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৯ জন। এঁদের মধ্যে ১০৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৌদি আরবের পাঁচজন, ইরাকের দুজন এবং তিউনিসিয়া, উজবেকিস্তান, চীন, ইরান, ইউক্রেন, জর্ডানের একজন করে। বাকিরা তুরস্কের নাগরিক।