ইয়েমেন হামলায় যাচ্ছে না পাকিস্তান
ইয়েমেন হামলায় শামিল হতে সৌদি আরবের ডাক অগ্রাহ্য করার পক্ষে রায় দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।
সৌদি আরবের আহ্বানে সাড়া দেওয়া হবে কি না, সে বিষয়ে টানা পাঁচদিন তর্কবিতর্ক করার পর পাকিস্তানের পার্লামেন্টের সদস্যরা আজ শুক্রবার সকালে একটি খসড়া প্রস্তাব পাস করেছেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স।
পাস হওয়া সিদ্ধান্তমালায় বলা হয়েছে, ‘পাকিস্তান সংঘাতে কোনো পক্ষ নেবে না এবং সংঘাত সমাপ্তিতে ইতিবাচক কূটনৈতিক ভূমিকা পালন করবে।’
দ্য ডন অনলাইন জানায়, ইয়েমেনের হুতি জনগোষ্ঠীর ওপরে সশস্ত্র হামলা চালাতে পাকিস্তান অপারগতা প্রকাশ করলেও সৌদি আরবের ভূখণ্ডকে রক্ষায় ‘সৌদিদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে’ বলে রিয়াদকে আশ্বস্ত করেছে ইসলামাবাদ।
এর আগে সৌদি আরব পাকিস্তানের কাছে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সেনা সাহায্য চেয়েছিল।