পশ্চিমবঙ্গে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ১২
ভারতের পশ্চিমবঙ্গে তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে রাজ্যে বর্ধমান জেলার মির্জাপুরে এ ঘটনা ঘটে। বাসটি বর্ধমানের খণ্ডঘোষ থেকে নদীয়া জেলার গঙ্গাতীরবর্তী তীর্থস্থান মায়াপুরে যাচ্ছিল।
দুর্ঘটনার পর আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসের তীর্থযাত্রীদের সবাই বর্ধমানের খন্ডঘোষ গ্রামের বাসিন্দা। প্রতিবছরই গাজনের (পহেলা বৈশাখের অনুষ্ঠান) আগে ওই গ্রামের মানুষদের গঙ্গা স্নান করার রীতি রয়েছে। তিনটি বাসে করে আজ সকালে গ্রামের মানুষ গঙ্গাস্নানের উদ্দেশে রওনা দেয়।
যাত্রা শুরুর পর রাস্তায় বাস তিনটি গতিতে একটি অন্যটির সাথে পাল্লা দিতে থাকে। দুর্ঘটনাকবলিত বাসটি মাঝপথে অন্য দুই বাসের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল। এ কারণে অন্য বাস দুটিকে টপকানোর জন্য গতি বাড়িয়ে দেন চালক। বর্ধমানের মির্জাপুরের কাছে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি দুমড়েমুচড়ে গেছে। ক্রেন দিয়ে উল্টে যাওয়া বাসটিকে সোজা করা হয়। বাসের চালক ঘটনার পর পলাতক।