মুম্বাই হামলা : প্রধান সন্দেহভাজন জামিনে মুক্ত
পাকিস্তানের এক আদালত গত বৃহস্পতিবার মুম্বাই হামলার প্রধান সন্দেহভাজন জাকিউর রেহমান লাকভিকে জামিনে মুক্তি দিয়েছেন। তিনি লস্কর-ই তৈয়বার অন্যতম নেতা। এর আগে লাকভির মুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছিল ভারত, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
দ্য ডনের খবরে বলা হয়, লাহোর হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হয়ে আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বের হন মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত লাকভি। ২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বাইয়ের ওই হামলায় অন্তত ১৬৬ জন প্রাণ হারায়।
গতকাল ছিল লাহোর আদালতে লাকভির মুক্তির আবেদনের শুনানি। আদালতে পাঞ্জাব প্রদেশের সরকার জানায়, লাকভির বিরুদ্ধে গোয়েন্দা তথ্য থাকায় তাঁকে আটকে রাখা হয়েছে। আদালত পাঞ্জাব সরকারকে সেই তথ্য পেশ করতে বলে। তথ্য আদালতে পেশ করা হলেও হাইকোর্ট তথ্যকে সত্য বলে গ্রহণ করেননি।
গত ১৬ ডিসেম্বরে পাকিস্তানের এক সন্ত্রাসবিরোধী আদালত লাকভিকে জামিনে মুক্তি দিয়েছিল। কিন্তু এর মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বরে দেশটিতে এক বোমা হামলায় ১৩২ জন শিশু প্রাণ হারায়। লাকভির মুক্তির ঘোষণায় দেশ-বিদেশ থেকে তীব্র প্রতিবাদ আসায়, পাকিস্তান সরকার সে সময় তাঁর মুক্তি বাতিল করে এবং জননিরাপত্তা রক্ষার অজুহাতে এক বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে লাকভিকে আটক রাখে। গতকাল লাহোর হাইকোর্ট ওই অধ্যাদেশ বাতিল করে।
ধারণা করা হয়, লাকভি মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারীর। হামলাকারীদের সঙ্গে লাকভির কথোপকথন রেকর্ডের দাবি করেছে ভারতীয় এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো।
২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলার পর আন্তর্জাতিক চাপে লাকভিসহ ছয়জনকে বন্দী করে পাকিস্তান। শুরু হয় বিচার। কিন্তু তারপর নানা কারণে বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত ও বিলম্বিত হতে থাকে।