সিরিয়ায় হেলিকপ্টার ভূপাতিত, দুই রুশ পাইলট নিহত
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। গত শুক্রবারের সিরিয়ার পালমিরা শহরের কাছে এ ঘটনায় হেলিকপ্টারের দুই রুশ পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, গত শুক্রবার রাশিয়ার দুই পাইলট রিয়াফাগাত খাবিবুলিন এবং ইয়েভগেনি দলগিন সিরিয়ার এমআই-২৫ হেলিকপ্টার চালাচ্ছিলেন। সিরিয়া সরকারের অনুরোধে হেলিকপ্টার নিয়ে তাঁরা আইএসবিরোধী অভিযানে অংশ নেন। পালমিরা শহরের পূর্বাঞ্চলে এটি ভূপাতিত হয়।
বিশ্বজুড়ে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংগঠন সাইট ইন্টেলিজেন্স জানায়, হেলিকপ্টার ভূপাতিত করার দায় স্বীকার করেছে আইএস।
রাশিয়ার সামরিক বাহিনী বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, হেলিকপ্টারের পাইলটরা সিরিয়া সরকারের অনুরোধে আইএস জঙ্গিদের ওপর হামলা চালায়। গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় হেলিকপ্টার নিয়ে ফিরছিলেন তাঁরা। ওই সময় আইএসের গোলার আঘাতে হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়ে। নিহত দুই পাইলটকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করছে রাশিয়া।
গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ার বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনীর সহায়তার জন্য অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১২ রুশ সেনা নিহত হয়েছে।
গত বছরের নভেম্বরে সিরিয়া সীমান্তে রুশ একটি যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। ওই ঘটনায় রাশিয়ার সঙ্গে দেশটির তীব্র বিরোধ দেখা দেয়। তুরস্কের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। তবে সম্প্রতি তুরস্ক রাশিয়ার কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।