দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি
বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘সশরীরে জবাব’ দেওয়া হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ সোমবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনী থেকে এ হুমকি দেওয়া হয়।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী প্রতিশোধমূলক হামলা চালাতে দেশটির সেনাবাহিনী বদ্ধপরিকর।
বিবিসি জানায়, এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ‘দ্য টার্মিনাল হাই অ্যালটিচিউড অ্যারে ডিফেন্স’ (টিএইচএএডি) নামক বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে একমত হওয়ার ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে টিএইচএএডি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের আলোচনা শুরু করে দুই দেশ। টিএইচএএডি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ধ্বংস করতে পারবে।
তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পরিকল্পনার বিরোধিতা করে চীন জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির রাডারের কারণে এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তার বিষয়গুলো হুমকির মুখে পড়বে।
টিএইচএএডি স্থাপনে একমত হওয়ার ঘোষণার পরের দিনই সাবমেরিন থেকে এসএলবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করে দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি দেওয়া উত্তর কোরিয়ার জন্য নতুন নয়। সর্বশেষ উত্তর কোরীয় নেতা কিম জং-উনসহ ১০ শীর্ষ নেতার ওপর যুক্তরাষ্ট্রের ঘোষণার পরই এমন হুমকি দেওয়া হয়েছিল। ওই সময় কিম জং-উন হুমকি দেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা।