ব্রিটেনে টিউলিপের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
ভোটারদের কাছে নিজের সম্পর্কে একটি উল্লেখযোগ্য তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে ব্রিটেনের সবচেয়ে প্রান্তিক আসন হ্যাম্পস্টেডের লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।
ব্রিটেনের বিখ্যাত গণমাধ্যম ডেইলি মেইল বলেছে, ‘দুই বছর আগে মস্কোতে একটি বিতর্কিত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই হওয়ার সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। সেদিন ক্রেমলিনে টিউলিপ ছিলেন তাঁর খালা বাংলাদেশের কট্টরপন্থী নেতার সঙ্গে, যাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।’
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে টিউলিপ সিদ্দিক, ভ্লাদিমির পুতিন, শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তাঁর সঙ্গে পুতিন ও শেখ হাসিনার বিশেষ সম্পর্ক গোপনের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর প্রতিপক্ষের রাজনীতিকরা।
হ্যাম্পস্টেডে লেবার প্রার্থী হিসেবে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচনে জয়ের ছয় মাস আগে ২০১৩ সালের জানুয়ারি মাসের এই ঘটনা টিউলিপ বেশ কৌশলে লুকিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। রক্ষণশীলরা অভিযোগ করছেন, ‘টিউলিপ তাঁর খালা শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করার প্রচার অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও লেখা নিজের ব্লগ থেকে মুছে ফেলেছেন।’ তাঁরা এটাও প্রশ্ন তুলছেন যে, ‘লেবার পার্টির প্রার্থী হিসেবে নিজের ১২০০ শব্দের প্রোফাইলে কেন পুতিন বা অস্ত্রচুক্তির কোনো কথা উল্লেখ নেই, কিংবা তিনি যে বাংলাদেশের ক্ষমতাসীন পরিবারের সদস্য, সে তথ্যটিও কেন তাঁর নিজের প্রোফাইলে লেখা নেই?’
ব্রিটেনের রক্ষণশীল দলের এক কর্মকর্তা ডেইলি মেইলকে বলেছেন, ‘এটা খুবই অদ্ভুত যে, টিউলিপ সিদ্দিক তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে আকর্ষণীয় অংশটির কথা গোপন করতে চাইছেন।’
লেবার পার্টির এক মুখপাত্রের বরাত দিয়ে ডেইলি মেইল আরো জানিয়েছে, ‘টিউলিপ তাঁর পরিবারের ইতিহাস দিয়ে গর্বিত এবং এসব ব্যাপারে সে বেশ খোলামেলা।’
ওই ছবির ব্যাপারে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘সরকারি প্রতিনিধিদল থেকে টিউলিপ পুরোপুরি আলাদা ছিলেন। তবে সেখানে তিনি তাঁর পরিবারের সাথে আমন্ত্রিত ছিলেন।’