লিবিয়ায় হোটেলে হামলা, ৫ বিদেশিসহ নিহত ৯
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বন্দুকধারীদের হামলায় পাঁচ বিদেশিসহ নিহত হয়েছে অন্তত নয়জন। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুই হামলাকারীও নিহত হয়েছে।
মঙ্গলবার লিবিয়ার বিলাসবহুল কোরিন্থিয়া হোটেলের অভ্যর্থনা অংশে ঢুকে কয়েকজন বন্দুকধারী হঠাৎ করে গুলি করতে শুরু করে। একই সময়ে হোটেলের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় চারজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। নিহত বিদেশিদের মধ্যে এখন পর্যন্ত একজন মার্কিন ও একজন ফ্রান্সের নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ত্রিপোলির নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান ওমর খাদরাওয়ি রয়টার্সকে জানিয়েছেন, হোটেলের ভেতরে ঢুকে কয়েকজন বন্দুকধারী গুলি ছুড়তে শুরু করে। একসময় নিরাপত্তারক্ষীরা তাদের ঘিরে ফেললে বন্দুকধারীদের মধ্যে একজন গ্রেনেড ফাটিয়ে নিজেকে হত্যা করে।
এদিকে, ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত একটি জঙ্গি গ্রুপ তাদের টুইটারবার্তায় এ হামলার দায় স্বীকার করেছে।
পাঁচতারা এই হোটেলে লিবিয়ার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করেন। কিছুদিন আগেই হোটেলটি খালি করার জন্য কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয় বলে একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
২০১১ সালে গৃহযুদ্ধের মাধ্যমে তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এই প্রথম এত বড় হামলা চালানো হলো।