তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা : প্রধানমন্ত্রী
সরকারকে ক্ষমতাচ্যুত করতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম।
শুক্রবার দেশটির বেসরকারি চ্যানেল এনটিভিতে প্রধানমন্ত্রী আরো বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় যা যা করণীয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ‘শৃঙ্খলা ভেঙে কিছু লোক অবৈধ পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। কেবল জনগণ যদি না চায় তাহলেই সরকার সরে যাবে।’
বিনাইল বলেন, যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে তাদের চড়া মূল্য দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায়, ইস্তাম্বুলের বসফরাস প্রণালির ওপর সংযোগকারী সেতুতে যান চলাচল বন্ধু করে দিয়েছে সেনাবাহিনী। শহরের প্রধান শহরে ট্যাংক মোতায়েন করা হয়েছে। রাজধানী আংকারার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড়তে দেখা গেছে। রয়টার্সের এক সাংবাদিক গুলির শব্দ শুনেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের সরকারের এক কর্মকর্তা জানান, তুরস্কের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা কোন বাহিনীর, তা তিনি উল্লেখ করেননি।
তুরস্কের দোগান নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় পুলিশের মহাপরিচালক সব পুলিশকে আংকারায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।