তুরস্কে সামরিক অভ্যুত্থান, আটক ৬ হাজার
ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে গণগ্রেপ্তার এখনো চলছে। তুরস্কে সামরিক অভ্যুত্থানের ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে এখন পর্যন্ত সারা দেশ থেকে ছয় হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামনে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির বিচারমন্ত্রী বেকির বোজড্যাগ। এই অভিযানকে ‘ক্লিন-আপ অপারেশন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আটককৃতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছাড়া রয়েছেন ২৭০০ বিচারক। রবিবারই আটক করা হয় অর্ধশতাধিক সামরিক কর্মকর্তাকে। এর আগে গতকাল শনিবার তুরস্কের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, তুরস্কের সেনাসদর দপ্তরে আত্মসমর্পণ করেছেন কমপক্ষে ৬০০ নিরস্ত্র সেনাসদস্য। আর অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে এক হাজার ৫৬৩ জন সেনাকে আটক করা হয়।
শনিবারের ব্যর্থ ওই সামরিক অভ্যুত্থানে অন্তত ২৬৫ জন নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ।
ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন।