গুলেনের জন্য ওবামাকে এরদোয়ানের চাপ
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টা ঘটনার পর পরই এর দায় ‘ধর্মীয় নেতা’ হিসেবে পরিচিত ফেতুল্লা গুলেনের ওপর চাপিয়েছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার যুক্তরাষ্ট্রের নাগরিক গুলেনকে তুরস্কের হাতে তুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চাপ দিলেন তিনি।
আজ রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এরদোয়ান বলেন,‘এর মধ্যেই আমি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি যাতে পেনসিলভানিয়ার সেলোরসবার্গের ৪০০ একরের বাসভবন থেকে গুলেনকে উৎখাত করে তুরস্কের হাতে তুলে দেওয়া হয়।’
এরদোয়ান আরো বলেন,‘যে ঘটনাটি (ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টা)তা অনৈতিক ও বেআইনি। যে গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশের সেনার প্রতিনিধিত্ব করতে পারে না।’
এদিকে এরদোয়ানের এই দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘আমরা জানতাম গুলেন নিয়ে প্রশ্ন উঠবেই। আর সেই কারণেই আমরা তুরস্ক সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি, এই বিষয়ে আমাদের কাছে বিবেচনা সাপেক্ষ বৈধ তথ্যপ্রমাণ পাঠান। মার্কিন যুক্তরাষ্ট্র তা গ্রহণ করবে এবং ভালো করে পরীক্ষা করার পর যথাযোগ্য সিদ্ধান্ত নেবে।’
বিবিসি জানিয়েছে এর আগেও একাধিকবার গুলেনকে দেশে ফেরাতে চাইলেও তা পারেনি এগদোয়ানের সরকার। এমনকি, পেনসিলভানিয়ার আদালতে এর আগে তিনবার নির্দোষ প্রমাণিত হয়েছেন গুলেন।