জার্মানির ট্রেনে হামলাকারী ১৭ বছরের আফগান শরণার্থী
জার্মানির ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলাকারী ১৭ বছরের একজন আফগান শরণার্থী। সোমবার সন্ধ্যায় এই ১৭ বছরের বালকই ট্রেনে উঠে যাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ২১ জনকে আহত করে। কোপানোর সময় ওই বালক ‘আল্লাহু আকবর’, ‘আল্লাহ মহান’ বলে চিৎকার করছিল বলে জানিয়েছেন জার্মানির বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান।
স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম জানান, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ১৭ বছরের ওই বালক একটি কুঠার ও ছুরি নিয়ে ২১ জনকে কুপিয়ে আহত করে। তিনি আরো জানান, আফগান বংশোদ্ভূত ওই বালকটির পরিবার ২১০৪ সালে শরণার্থী হিসেবে জার্মানি এসেছিল। তবে তিনি বালকটির নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি।
এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ ও ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনে অতর্কিতে যাত্রীদের কুঠার দিয়ে কোপাতে থাকে ১৭ বছরের ওই আফগান বালক। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।
ঘটনার পর উজবার্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।
বিবিসি জানায়, এ হামলার পর উজবার্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দি ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।