ইয়েমেন থেকে জিবুতিতে আরো ১৩৬ বাংলাদেশি
ইয়েমেনের হোদাইদা এলাকা থেকে উদ্ধার হওয়া পাঁচ নারী ও চার শিশুসহ আরো ১৩৬ বাংলাদেশি জিবুতিতে পৌঁছেছে। গত বুধবার ইয়েমেন থেকে রওনা হয়ে গতকাল বৃহস্পতিবার তারা নিরাপদে জিবুতিতে পৌঁছে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ভারতের নৌবাহিনীর জাহাজে তাদের জিবুতিতে নেওয়া হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিবুতির একটি বন্দর থেকে বাংলাদেশিদের গ্রহণ করেন। এতে বলা হয়, ইয়েমেনফেরত বাংলাদেশিদের খাদ্য, আশ্রয় ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে জিবুতি থেকে ঢাকায় আনার ব্যবস্থা করা হবে। তবে ওই বাংলাদেশিদের আগমনের সঠিক সময় পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ১১ এপ্রিল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ৩০৪ বাংলাদেশিকে সরিয়ে জিবুতিতে নেওয়ার খবর জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনে হুতি শিয়া বিদ্রোহীরা বিভিন্ন শহরের দখল নেওয়া শুরু করলে মার্চ মাসের শেষ দিকে দেশটিতে বিমান হামলাসহ সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। হামলায় আরো বেশ কয়েকটি দেশ রয়েছে।