জার্মানির হাসপাতালে গুলি, চিকিৎসক নিহত
জার্মানির বার্লিনের একটি হাসপাতালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীর গুলিতে এক চিকিৎসকের নিহতের খবর পাওয়া গেছে।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় বার্লিনের পাশে স্ট্যাগলিটজ জেলায় বেনজামিন ফ্রাংকলিন বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই গুলির ঘটনা ঘটে। এতে একজন চিকিৎসক নিহত হন। এ ঘটনায় পুলিশ ওই হাসপাতালে অভিযান চালাচ্ছে। তবে হামলাকারী বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসী একজন চিকিৎসককে গুলি করে নিজে আত্মহত্যা করে।