আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি লোক। শহরের পুলিশপ্রধান আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।
জালালাবাদের পুলিশপ্রধান ফাজেল আহমেদ শেরজাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বোমা হামলার খবর পেয়ে লোকজন সাহায্য করার জন্য ছুটে যায়। এ সময় দ্বিতীয় একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আহমেদ শেরজাদ বলেন, ‘এটা আত্মঘাতী হামলা। এটা এখনো নিশ্চিত নয়, বিস্ফোরক হামলাকারীর গায়ে ছিল নাকি একটি গাড়িতে এটা রাখা হয়েছিল।’ তিনি বলেন, ‘আত্মঘাতী হামলাকারী কী ধরনের ছিল, তা এখনই বলা যাবে না।’
তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। যদিও তারা এর আগে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল।
সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি শয়তানের কাজ। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।’