নাইজেরিয়ায় রহস্যজনক রোগে ১৮ জনের মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে গত কয়েকদিনে রহস্যজনক রোগে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির অন্দো প্রদেশের ওদে-ইরেল শহরে এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, রহস্যজনক এ রোগের প্রধান কয়েকটি লক্ষ্মণ হলো আবছা দৃষ্টি, মাথাব্যথা ও অচেতন হয়ে যাওয়া। আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লোকজন মারা যাচ্ছে।
রোগটি শনাক্ত করতে ইতিমধ্যেই ওদে-ইরেল শহরে গেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা।
অন্দো প্রদেশের মুখপাত্র কায়োদে আকিনমাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, এ রোগটি ইবোলা বা অন্য কোনো ভাইরাসের কারণে হয়নি। তিনি এ রোগকে ‘রহস্যজনক’ আখ্যায়িত করেছেন।
ডব্লিউএইচওর মুখপাত্র গ্রেগরি হার্টল এএফপিকে বলেন, ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে আক্রান্ত সবার মধ্যে এ রোগের লক্ষ্মণ দেখা গেছে।
প্রদেশের স্বাস্থ্য কমিশনার দায়ো আদেয়াঞ্জু বলেন, শনাক্ত না হওয়া রোগটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে।