পাকিস্তানে বন্যার তোড়ে ২৬ বরযাত্রীর মৃত্যু
পাকিস্তানে একটি বরযাত্রীবাহী গাড়ি বন্যার পানিতে ভেসে গিয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের সাতটি উপজাতীয় জেলার অন্যতম খাইবারের একটি গিরিখাতে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
পার্বত্য খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ মেহসুদ জানান, একটি পিকআপে করে ৫০ জনের বেশি এক বরযাত্রী দল পাশের এলাকায় যাচ্ছিল। পথে এক গিরিখাতে আসা হঠাৎ পানির তোড়ে ওই পিকআপটি ভেসে যায়। এতে পিকআপটি পাশের গভীর গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে মারা যান। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় নিখোঁজ আছেন আরো অন্তত ১২ জন। নিখোঁজদের খোঁজে জেলার পুলিশ ও আধা সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে।
পাকিস্তানে এ মাসের গোড়ার দিকে থেকে প্রবল মৌসুমি বৃষ্টি শুরু হয়। এতে খাইবার, পাখতুনখোয়া ও পাঞ্জাবের মধ্যাঞ্চলের প্রদেশগুলো মারাত্মক বন্যাকবলিত হয়েছে।