প্রতিবেশীকে পাহাড় উপহার দিচ্ছে নরওয়ে!
প্রতিবেশী রাষ্ট্র ফিনল্যান্ডের ১০০তম স্বাধীনতা দিবসে দেশটিকে পাহাড় উপহার দেওয়ার কথা ভাবছে নরওয়ে।
সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ জানান, ফিনল্যান্ডকে উপহার দিয়ে দেশের সীমান্ত ৪০ মিটার সরিয়ে নেওয়ার চিন্তা করছে তাঁর সরকার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমরা বিষয়টি বিবেচনা করছি।’
সিএনএন জানায়, নরওয়ের হালটি পাহাড়টি উপহার দেওয়ার পক্ষে ফেসবুকে প্রচার চলছে। এরই পরিপ্রেক্ষিতে নরওয়ের সরকার এ চিন্তা করছে।
নরওয়ের বেশ কিছু উঁচু পাহাড় থাকলেও এর প্রতিবেশী কিছু সমতল বৈশিষ্ট্যের। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমতি পেলে উপহারের পাহাড়টিই হবে ফিনল্যান্ডের সবচেয়ে উঁচু চূড়া।
ফেসবুকে প্রচার চালানো নরওয়ের শিক্ষার্থী সনড্রে লুন্ড বলেন, ‘আমাদের অনেক পাহাড় আছে এবং এটা একটি ছোট্ট চূড়া। এটা একটি ছোট বিষয়, তবে একই সঙ্গে বড় বিষয়ও। সব নর্ডিক দেশের পারস্পরিক সম্পর্ক ভালো। এটা সেটারই একটা অংশ।’
১৯৭২ সালে পাহাড়ের মাপজোখ করতে গিয়ে বিষয়টি নিয়ে সর্বপ্রথম চিন্তা করেন জর্ন গেইর হারসন, যিনি নরওয়েজিয়ান ম্যাপিং অথরিটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।