ভূমধ্যসাগরে নৌডুবি, কয়েকশ মৃত্যুর শঙ্কা
ভূমধ্যসাগরে একটি নৌযান ডুবে যাওয়ায় কয়েকশ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতালীয় কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার দক্ষিণে লিবিয়ার জলসীমায় স্থানীয় সময় গতকাল শনিবার মধ্যরাতে ৫০০ থেকে ৭০০ অভিবাসী নিয়ে এই নৌযানটি ডুবে যায়। এরই মধ্যে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, এই বছরে ভূমধ্যসাগর দিয়ে অতিক্রম করার সময় কমপক্ষে ৯০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে বিপদে পড়া কয়েকটি জাহাজ থেকে ইতালির কোস্টগার্ড ১০ হাজার অভিবাসীকে উদ্ধার করেছে।
ল্যাম্পেদুসা উপকূল থেকে ১৩০ মাইল ও লিবিয়া উপকূল থেকে ১৭ মাইল দূরে ডুবে যাওয়া এই জাহাজ থেকে অভিবাসীদের উদ্ধারে ইতালির জাহাজ, মাল্টার নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজ অভিযান চালাচ্ছে।
ইতালির কোস্টগার্ডের মুখপাত্র বিবিসিকে বলেন, এই অভিযানে ২০টি জাহাজ ও তিনটি হেলিকপ্টার যোগ দিয়েছে।