জুটি ধরে বিয়ে দেবে হিন্দু মহাসভা
ভালোবাসা দিবস (ভ্যালেনটাইন্স ডে) পালনকারী জুটিদের যেখানেই দেখা যাবে, সেখান থেকে ধরে নিয়ে তাদের বিয়ে দেওয়া হবে। বিশ্ব ভালোবাসা দিবসের মাত্র ১০ দিন আগে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভা এই সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যে জুটিকে প্রকাশ্যে এই বিদেশি উৎসব উদযাপন করতে দেখা যাবে তাদের ধরে আর্য সমাজের রীতিতে বিয়ে দিয়ে দেওয়া হবে। ভিন্নধর্মের জুটিদের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর বিয়ে দেওয়া হবে।
হিন্দু মহাসভার নেতারা জানিয়েছেন, যে জুটিদের গোলাপ ফুল হাতে দেখা যাবে; যারা শপিং মল বা পার্কের কোণায় বসে একে অন্যকে জড়িয়ে ধরবে তাদেরই সবার আগে ধরা হবে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে মহাসভার কেন্দ্রীয় সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক বলেন, ‘ভারত এমন একটি দেশ যেখানে ৩৬৫ দিনই ভালোবাসার দিন। তাহলে কেন জুটিদের শুধু ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে হবে?’
কৌশিক সতর্ক করে দিয়ে বলেন, ‘এই বছরে যে জুটি দাবি করবে, তারা একে অন্যকে ভালোবাসে, তারা আমাদের বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা ভালোবাসার বিপক্ষে নই। কিন্তু যদি কোনো জুটি ভালোবাসায় আবদ্ধ থাকে, তবে তাদের অবশ্যই বিয়ে করতে হবে। তবে যদি কোনো জুটি বলে, বিয়ে নিয়ে ভাবার জন্য তাদের সময় দরকার। আমরা তাদের বলব, তারা নিশ্চিত নয়। একসঙ্গে প্রকাশ্যে ঘোরাঘুরি করে ভালোবাসাকেই অবজ্ঞা করছে তারা। আমরা তাদের মা-বাবাকেও খবর দেব।’
সংগঠনটি ‘দোষী’ জুটি ধরার জন্য এরই মধ্যে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের অনেক এলাকা, এমনকি রাজধানী নয়াদিল্লিতেও কয়েকটি দল গঠন করেছে। মহাসভার আগ্রা প্রতিনিধি মহেশ চন্দন বলেন, ভারতের সব অধিবাসী হিন্দু- এই দৃষ্টিকোণ থেকে এ সংগঠন ভিন্ন ধর্মের জুটিদের মধ্যে বিয়েকে স্বাগত জানাবে। এ সব জুটির বিয়ে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে হবে।