জনবসতিতে কামানের গোলা
সিরিয়ায় মা ও পাঁচ সন্তানসহ নিহত ১৯
সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেরা প্রদেশের একটি গ্রামে সরকারি বাহিনীর গোলাবর্ষণে এক মা ও তার পাঁচ সন্তানসহ মোট ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে বলে একটি পর্যবেক্ষক সংস্থার বরাতে জানিয়েছে রয়টার্স।
নিহত ছেলেমেয়েদের প্রত্যেকের বয়সই ১৮ বছরের কম বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানিয়েছে, একই হামলায় ওই এলাকার আরেকটি বাড়িতে দুই ভাই নিহত হয়েছেন।
এ ছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত আফাস এলাকায় আরো দুই বেসামরিক নাগরিক সরকারি বিমান হামলায় নিহত হয়েছেন।
সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর প্রধান রামি আবদেল রাহমান জানান, ‘সাম্প্রতিক সময়ে দেরা প্রদেশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ার পর সেখানে বিমান অভিযান জোরদার করা হয়।’