মিসরে বিমান হামলায় সিনাইয়ের আইএসপ্রধান নিহত
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মিসরের সিনাই প্রদেশের প্রধান আবু দুয়া আল-আনসারি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে মিসরের সেনাবাহিনী। বিমান হামলায় প্রায় অর্ধশত জঙ্গি নিহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, আইএস-সংশ্লিষ্ট সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস গ্রুপের ওপর বিমান হামলা চালায় মিসর। জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এল-আরিশ শহরের কাছের এলকাগুলোতে বিমান হামলা চালানো হয়।
মিসরের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠনের ঘাঁটি সিনাই প্রদেশে। এখানকার জঙ্গিরাই সিনাই ও কায়রোতে ভয়াবহ হামলাগুলোর সঙ্গে যুক্ত।
মিসরের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ৪৫ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া আরো অনেক জঙ্গি আহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক বার্তায় মিসরের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির বলেন, ‘নির্ভুল তথ্যে’র ভিত্তিতে চালানো হামলায় আবু দুয়া আল-আনসারি নিহত হয়েছে।
ফেসবুকের এই পোস্টে হামলার সময় জানানো হয়নি।
২০১৩ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতা বেড়েছে। আইএস-সংশ্লিষ্ট সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস ২০১১ সাল থেকে সিনাই অঞ্চলে সক্রিয় ছিল।
আনসার বেইত আল-মাকদিসের অর্থ দাঁড়ায় জেরুজালেমের সমর্থক। ২০১৪ সালের নভেম্বরে আইএসকে সমর্থন দিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করা হয়। শুরুতে জঙ্গি সংগঠনটির হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল। পরে মুরসি সরকার অপসারণের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় সংগঠনটি। ২০১৪ সালে উত্তর সিনাইয়ে সংগঠনটির হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়।
ধারণা করা হয়, আনসার বেইত আল-মাকদিস সংগঠনের সদস্য সংখ্যা এক থেকে দেড় হাজার। মিসরে সিনাই ছাড়াও কায়রো, গিজা ও পশ্চিমাঞ্চলের মরুভূমিতে সংগঠনটির শাখা আছে।