সিরিয়ায় সরকারি বাহিনীর অবরোধ ভেঙেছে বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর সপ্তাহব্যাপী অবরোধ ভেঙেছে বিদ্রোহীরা। এ ঘটনার পর শহরের উত্তরাঞ্চলের বাসিন্দাদের উল্লাস করতে দেখা যায়।
বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, উত্তর আলোপ্পোর সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করেছে। তবে এই যোগাযোগের বিষয়টি নিরাপদ নয় বলে জানায় তারা।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা অবরোধ ভাঙলেও যোগাযোগের পথ এখনো নিরাপদ নয়।
সিরিয়া সরকারের কাছের সূত্রগুলো অবরোধ ভাঙার দাবি নাকচ করে দিয়েছে। তারা দাবি করেছে, একটি বিমানঘাঁটি থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হয়েছে।
সিরিয়ার বিদ্রোহীদের জোটের মধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠনও আছে। চলতি বছরের জুলাইয়ে দেশটির সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এতে অঞ্চলটিতে প্রায় আড়াই লাখ জনগণ অবরুদ্ধ হয়ে পড়ে।
গত শুক্রবার সিরিয়ার বিদ্রোহীরা জানায়, তারা সরকারি বাহিনীর এক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ওই হামলার জন্য বিদ্রোহীদের চরম মূল্য দিতে হয়েছে বলে জানায় সরকারি বাহিনী।
এদিকে উত্তর আলেপ্পোর মানবিজ এলাকার কিছু অংশ থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা।
যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের মধ্যপ্রাচ্যের রাজনীতিবিষয়ক অধ্যাপক ফাওয়াজ জার্জেস বিবিসিকে বলেন, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিদ্রোহীদের জোট বড় ধরনের সফলতা পেয়েছেন। তবে দখলকৃত এলাকা কতক্ষণ তারা নিয়ন্ত্রণে রাখতে পারে সেটিই দেখার বিষয়।