ফ্রান্সের দ্বীপে ৭.২ মাত্রার ভূমিকম্প
ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়ায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে এই ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, গ্রিনিচ মান সময় ১টা ২৬ মিনিটে নিউ ক্যালেডোনিয়ায় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নিউ ক্যালেডোনিয়ার অঞ্চলের আইল হান্টার দ্বীপের ১০৯ কিলোমিটার পূর্বে সমুদ্রের নয় কিলোমিটার গভীরে ।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রচণ্ড ভূমিকম্প হলেও নিউ ক্যালেডোনিয়া অঞ্চলে সুনামির কোনো শঙ্কা নেই।
অস্ট্রেলিয়ার পূর্বে কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত নিউ ক্যালেডোনিয়া অঞ্চল। ফ্রান্স নিয়ন্ত্রিত এই দ্বীপ সামুদ্রিক জীববৈচিত্র্য ও স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত।