পাকিস্তানে নবজাতক বিক্রি চক্র আটক
পাকিস্তানের পেশোয়ারে নবজাতক বিক্রি করার অভিযোগে বেশ কিছু হাসপাতালের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার বিবিসি জানিয়েছে, নবজাতক বিক্রির চক্রটি মৃত শিশুর সঙ্গে জীবিত শিশুদের অদলবদল করত এবং অভিভাবকদের বলত যে নবজাতক মারা গেছে।
এ ছাড়া সন্তানহীন দম্পতির কাছে একেকটা নবজাতক বিক্রি করে ৭০ হাজার থেকে তিন লাখ পাকিস্তানি রুপি পেত চক্রের লোকজন।
পাকিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি শিশু তুলে নিয়ে যাওয়ার বড় ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শিশু চুরির ব্যাপারে তারা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে।
কয়েকজন নারী বলেছেন, তাঁরা সুস্থ সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু তাঁদের বলা হয়েছে যে নবজাতক মারা গেছে।
আটক হাসপাতাল কর্মীদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছে। এদের মধ্যে একজন নার্স, দুজন স্বাস্থ্যকর্মী ও দালাল আছে। দালাল মূলত নিঃসন্তান দম্পতিদের সঙ্গে যোগাযোগ করত।
আটক চক্রের কাছ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটি নয়টি শিশু বিক্রি করেছে।