রবীন্দ্রনাথের শহর বোলপুরের নতুন নাম গীতবিতান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রবীন্দ্রনাথের শহর বোলপুরের নতুন নাম হয়েছে গীতবিতান। দার্জিলিংয়ের বিখ্যাত শহর শিলিগুড়ির নতুন নাম ‘তিস্তা’। পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গের মোট ছয়টি শহরের নামে। আর এই নতুন নামকরণগুলো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্যের বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ায় এ সংবাদ প্রকাশ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাহী কর্মকর্তা অশোক পুরকায়স্থ টাইমস অব ইন্ডিয়াকে জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেট্রো স্টেশনের নামকরণ বাংলার বিভিন্ন মনীষীর নামে করেছিলেন। কেন্দ্রীয় সরকার ভারতের যে ১০০টি শহরকে স্মার্ট সিটির আওতায় এনেছে তার মধ্যে এ রাজ্যের ওই ছয় শহরও রয়েছে। তাই এবার রাজ্যের ছটি শহরাঞ্চলের নয়া নামকরণের সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
রবীন্দ্রস্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পার্শ্ববর্তী বোলপুর শহরের নাম নতুন রাখা হয়েছে ‘গীতবিতান।’ রবীন্দ্রনাথের জনপ্রিয় গানের সংকলন গীতবিতান। সেই নামটিই মমতা বেছে নিয়েছেন বোলপুরের নামকরণের ক্ষেত্রে।
শিলিগুড়ি শহরের নতুন নাম রাখা হয়েছে ‘তিস্তা।’ উত্তর বাংলার প্রধান নদী তিস্তার নামে নতুন এ নাম দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পসমৃদ্ধ দুটি শহর আসানসোল ও দুর্গাপুরের একত্রিত নাম রাখা হয়েছে ‘অগ্নিবীণা’। কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। কবি নজরুল এ আসানসোলেরই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
অন্যদিকে, মালদহ জেলার গজলডোবা শহরের নাম হয়েছে ‘মুক্ততীর্থ’। এর পার্শ্ববর্তী গরিয়া শহরের নাম দেওয়া হয়েছে ‘উত্তম সিটি’। প্রয়াত নায়ক উত্তর কুমারের স্মরণে এ নাম দেওয়া হয়েছে বলে রাজ্যের নির্বাহী কর্মকর্তা অশোক পুরকায়স্থ জানান।
নদীয়া জেলার কল্যাণী শহরের নতুন নাম দেওয়া হয়েছে ‘সমৃদ্ধি’। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উন্নয়ন কর্মকাণ্ড স্মরণে এ নাম দেওয়া হয়েছে।
এই ছয়টি নতুন শহরের পাশাপাশি রাজ্যে আরো একটি শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন অশোক পুরকায়স্থ। পশ্চিমবঙ্গের ইএম বাইপাসের কাছে সরকারি কর্মীদের জন্য গড়ে তোলা উপনগরীর নাম হবে ‘বিশ্ববাংলা’। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য এলাকার অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন করবে বলে জানিয়েছে রাজ্য সরকার।