ইস্তাম্বুলে বিমানে আগুন, জরুরি অবতরণ
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমানে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনে আগুন ধরার পর বিমানটি তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডের পর বিমান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, কাতার এয়ারওয়েজ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ইস্তাম্বুল থেকে দোহা যাচ্ছিল ‘কিউআর-২৪০’ বিমানটি। কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ওড়ার ১০ মিনিট পরেই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে কিছুক্ষণের মধ্যেই বিমানটি ইস্তাম্বুলের বিমানবন্দরে ফিরে জরুরি অবতরণ করে।
জরুরি অবতরণের পর বিমানটি থেকে দ্রুত যাত্রীদের সরিয়ে ফেলা হয়। এ সময় অন্তত পাঁচটি অগ্নিনির্বাপক যান গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।