পাকিস্তানে নারী মানবাধিকারকর্মী গুলিতে নিহত
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে দেশটির শীর্ষ নারী মানবাধিকারকর্মী সাবিন মাহমুদকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি বাসায় ফিরছিলেন।
ইসলামাবাদভিত্তিক পত্রিকা ডন জানিয়েছে, সাবিনের সঙ্গে থাকা তাঁর মা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, সাবিনের শরীরে পাঁচটি গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ রাখা রয়েছে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে।
বেসরকারি সংস্থা 'দ্য সেকেন্ড ফ্লোর'-এর পরিচালক ছিলেন সাবিন। শুক্রবার সংস্থাটি বেলুচিস্তান নিপীড়ন নিয়ে একটি সেমিনার আয়োজন করে। সেখানে যোগদান শেষে বাসায় ফিরছিলেন সাবিন। পথেই তাঁকে টার্গেট করা হয়।
সাবিনের হাতে গড়ে ওঠা এই সংস্থায় সমাজের সব স্তরের মানুষের উন্মুক্ত আলোচনার সুযোগ থাকে। জীবিতকালে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, 'এটা এমন একটি অনন্য জায়গা যেখানে বিভিন্ন ধরনে মানুষ স্বস্তি বোধ করে।'