ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের এক তরুণ নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, ওই তরুণের কাছে দুটি ছুরি ছিল এবং এগুলো দিয়ে সে সেনাদের আক্রমণ করতে চেয়েছিল। তবে তার স্বজনরা এ অভিযোগ অস্বীকার করেছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ওই তরুণের বয়স ১৬। অধিকৃত পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে আল-জাইয়্যিম তল্লাশি চৌকিতে মধ্যরাতে তাকে গুলি করে পুলিশ।
তরুণের জ্ঞাতি ভাই হাইতাম আবু ঘানাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তার মৃত্যুর কথা শুনে খুবই মর্মাহত। সে শহীদ।’
আবু ঘানাম আরো বলেন, ‘সে আল-জাইয়্যিম তল্লাশি চৌকিতে যাওয়ার পর সেনারা বিনা কারণে তাঁকে গুলি করেছে। সে তাদের আক্রমণ করেনি। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছে, সেনারা তাকে গুলি করে হত্যা করেছে।’