ভূমিকম্পে ভারতে ৩৭ জন নিহত
দিল্লি, লক্ষ্ণৌ, কলকাতাসহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুরের এই ভূমিকম্পে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এভারেস্টে কয়েকজন পর্বতারোহীও নিখোঁজ রয়েছেন।
ভারতের বিহারে ২৮, উত্তরপ্রদেশে ছয় ও পশ্চিমবঙ্গে তিন জন নিহত হয়েছেন।
বিহারের দারবানগা এলাকায় একটি বাড়ি ভেঙে পড়লে দুজনের মৃত্যু হয়। অন্যদিকে উত্তর প্রদেশের বারাবানকি শহরে ভূমিকম্পে একটি বাড়িধসে এক নারী ও তাঁর মেয়েশিশু নিহত হয়েছে। ভারতের মালদহে একটি স্কুলে ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। এ ছাড়া অনেক ভবন হেলে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ খবরে ভূমিকম্পে ৩৭জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।
নেপালের রাজাধানী কাঠমান্ডুতে স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর পাঁচ মিনিট পর আবার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মোট ১৭ বার নেপালে ভূমিকম্প অনুভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।