ভাষণ দিতে গিয়ে অসুস্থ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
জাতীয় দিবসের ভাষণ দেওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। গত রোববার রাতে দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ৬৪ বছরের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ে যান।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দীর্ঘ দুই ঘণ্টা ধরে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী লি সিয়েন। শেষের কয়েক মিনিটে তাঁকে হঠাৎ অস্বস্তিতে ভুগতে দেখা যায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যান।
প্রধানমন্ত্রী জ্ঞান হারানোর পর তাঁর স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে সিঙ্গাপুরে উদ্বেগ তৈরি হয়। অনুষ্ঠানের অতিথিরাও তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। অজ্ঞান হওয়ার এক ঘণ্টা ২০ মিনিট পর লি সিয়েন পুনরায় মঞ্চে ফেরেন এবং ছয় মিনিটে ভাষণ শেষ করেন।
এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, লি সিয়েন লুং সুস্থ আছেন। তিনি সোমবার এক সপ্তাহের চিকিৎসা ছুটি নিয়েছেন। এ ছাড়া বিবৃতিতে জানানো হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ক্লান্তি ও পানি স্বল্পতার কারণে রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ছাড়া ঘটনার পর রোববার রাতে এবং সোমবার সকালে লির কয়েক দফা ডাক্তারি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর হৃদযন্ত্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি এবং মস্তিষ্কে রক্তক্ষরণেরও ঘটনা ঘটেনি।
চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং আগামী সোমবার নাগাদ তিনি কাজে ফিরতে পারবেন বলে বিবৃতিতে বলা হয়। লি সিয়েনের অনুপস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী তিও চি হিয়েন দায়িত্ব পালন করবেন।
এদিকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর এক টুইটার বার্তায় লি সিয়েন বলেন, ‘চিকিৎসকরা মনে করছেন,আমি ভালো আছি। কিন্তু তাঁরা আমাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’