নেপালে ড্রোন পাঠাচ্ছে ভারত
প্রাণঘাতী ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপালের যোগাযোগব্যবস্থা। এতে করে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছে না দেশটির সরকার। এমন পরিস্থিতিতে নেপালের ভূমিকম্পের প্রকৃত চিত্র তুলে আনতে চালকবিহীন বিমান পাঠাচ্ছে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) ড্রোনটি আজ সোমবারই নেপালে পৌঁছাবে। সেখানে গিয়েই তৎপরতা শুরু করবে এটি।
এনডিআরএফের একজন কর্মকর্তা বলেন, ‘নেপালে দুর্যোগের ব্যাপকতা এতই বেশি যে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও নেপাল সরকার হিমশিম খাচ্ছে। তাদের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি না, ঠিক কোথায়, কোন ভবন ধসেছে। যেহেতু যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, সেহেতু সরকারের পক্ষ থেকে খুবই কম তথ্য জানানো হচ্ছে। ড্রোনগুলো শহরের ক্ষতি নিরূপণে সাহায্য করবে।’
এনডিআরএফের আরেকটি সূত্র জানায়, ড্রোনগুলো আধা ধসে যাওয়া ভবনগুলোতে কোনো জীবিত ব্যক্তি আছে কি-না, সে ব্যাপারেও প্রয়োজনীয় তথ্য দেবে।