ভূমিকম্পে মিয়ানমারে কয়েকটি মন্দির ক্ষতিগ্রস্ত, নিহত ১
মিয়ানমারে ভূমিকম্পে প্রাচীন নগরী বাগানের বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির চৌক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে। এই ভূকম্পন থাইল্যান্ড, বাংলাদেশ ও ভারতে অনুভূত হয়েছে। আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
প্রত্নতত্ত্ব বিভাগের এক মুখপাত্র বিবিসিকে জানান, কমপক্ষে বাগানে ৬৬টি বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়।
পাকোক্কু শহরে ভবনধসে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের আঘাতে বাগানের আকাশ ধূলোয় আচ্ছন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বৌদ্ধ মন্দিরের চূড়া ভেঙে গেছে।
প্রাচীন নগরী বাগান পর্যটক এলাকা হিসেবেই বেশি পরিচিত। এখানে হাজার হাজার বৌদ্ধ মন্দির রয়েছে। বাগানের এই মন্দিরগুলো দশম ও চতুর্দশতম শতাব্দীতে নির্মিত হয়েছে।
ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নাইপিদোতে পার্লামেন্ট ভবনসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং ভারতের কলকাতায় উঁচু ভবনগুলোও কেঁপে উঠেছে। এ সব জায়গায় মাটির নিচে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
বিবিসি জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় একটি ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ জন আহত হয়েছে।