ভারতে ‘জেএমবির বিন লাদেন’ গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় মুফাজ্জিল হক নামের এক ব্যক্তিকে আটক করেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। মুর্শিদাবাদ জেলার মুকিমনগর থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।
তাঁকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে সংস্থাটি।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মুফাজ্জিল হককে ‘জেএমবির বিন লাদেন’ হিসেবে উল্লেখ করেছে।
এনআইএ বলছে, মুকিমনগরের লালগোলা মাদ্রাসার মালিক। জেএমবির দুটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্রের একটি এই মাদ্রাসা।
গত বছরের ২ অক্টোবর ভারতের বর্ধমানের খাগরাগড়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। এরপর এই বোমা বিস্ফোরণে বাংলাদেশের জঙ্গিদের হাত রয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এনআইএ জানিয়েছে, লালগোলা মাদ্রাসা জেএমবির প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আর মুফাজ্জিল হক ওই কেন্দ্রের মূল প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ ছাড়াও ওই মাদ্রাসায় দেশীয় পিস্তল ও বোমা তৈরি হতো।
এনআইএ আরো জানায়, মুফাজ্জিল হক জেএমবির ভারত শাখার প্রধান শেখ সাজিদ ইলিয়াস রহমতুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, মুফাজ্জিল হক নিউইয়র্কের টুইন টাওয়ারে বোমা হামলায় প্রধান অভিযুক্ত ওসামা বিন লাদেনের আদলে নিজেকে গড়ে তুলেছিলেন। তাঁর সাজসজ্জা ও লম্বা দাঁড়ির জন্য তাঁকে এলাকায় ‘বিন লাদেন’ নামে ডাকা হতো।