মেরকেলকে হত্যাচেষ্টা ব্যর্থ করার খবর
চেক রিপাবলিক সফরের সময় জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে হত্যাচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। প্রাগের পুলিশ সশস্ত্র একজনকে আটক করে এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
বৃহস্পতিবার গ্রাগের পুলিশের মুখপাত্র জোসেফ বোচানের বরাত দিয়ে ব্রিটিশভিত্তিক পত্রিকা দ্য মিরর জানিয়েছে, ‘দুর্বৃত্তকে আটক করা হয়েছে।’ আটক ব্যক্তি মেরকেলের গাড়িবহরে যোগ দেওয়া চেষ্টা করেছিল।
ওই মুখপাত্র বলেন, ‘তিনি (আটক ব্যক্তি) অপরাধ সংঘটনের চেষ্টা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে—বিশেষ করে এক কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতা করতে যাচ্ছিলেন তিনি।’
পুলিশ জানায়, ঘটনাটি বর্তমানে প্রাগের গোয়েন্দারা তদন্ত করছেন।
চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বহুস্লাভ সাবোতকার সঙ্গে সাক্ষাতের জন্য প্রাগ সফরে গেছেন মেরকেল। তিনি বিমানবন্দর থেকে শহরে যাচ্ছিলেন, এ সময় সন্দেহজনক কালো রঙের একটি মার্সিডিজ গাড়ির দেখা যায়। মেরকেলের সঙ্গে থাকা পুলিশের নির্দেশ অমান্য করেন ওই গাড়িটির চালক। তিনি গাড়িবহরে প্রবেশের চেষ্টা করে এবং পুলিশ গুলি করার সতর্কতা দিলে তিনি গাড়ি থেকে বের হয়ে আসেন।
গত ১২ মাস ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর ইউরোপে সর্বোচ্চ সতর্কতা চলছে। ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামে জঙ্গি সংগঠন আইএস হামলা চালিয়েছে। এ সব হামলায় কয়েকশ মানুষের প্রাণহানি হয়।