ফ্রান্সের রেস্তোরাঁয় সেবা পেলেন না দুই মুসলিম নারী
ফ্রান্সের রাজধানী প্যারিস শহরতলির একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দুই মুসলিম নারী। খাবারের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে তাঁদের কোনো সেবা দিতে রাজি হননি রেস্তোরাঁর এক কর্মী।
স্থানীয় সময় শনিবার রাতে ‘লা সেনাকল’ নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিওটি গোপনে ধারণ করেন রেস্তোরাঁয় থাকা সেই নারীদের একজন। পরে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, হিজাব পরা নারীদের উদ্দেশে রেস্তোরাঁর কর্মী বলছেন, ‘সন্ত্রাসীরা মুসলিম আর মুসলিমরা সন্ত্রাসী।’
রেস্তোরাঁকর্মীর ওই বক্তব্যে নারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের একজন বলেন, ‘আমরা বর্ণবাদীদের কাছ থেকে সেবা পেতে চাই না।’
জবাবে রেস্তোরাঁকর্মী বলেন, ‘বর্ণবাদীরা মানুষ হত্যা করে না।’
‘আমি আপনাদের মতো লোককে এখানে (রেস্তোরাঁ) দেখতে চাই না। একদম চুপ’, যোগ করেন ওই রেস্তোরাঁকর্মী।
এই ঘটনার প্রতিবাদে পরদিন রোববার রেস্তোরাঁর সামনে জড়ো হন একদল যুবক। এ সময় রেস্তোরাঁকর্মী তাঁদের কাছে ক্ষমা চান।