কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা, নিহত ১
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এ ঘটনা ঘটে।
কিজগিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আত্মঘাতী এক হামলাকারী দেশটির চীনা দূতাবাসের একটি ফটকে গাড়িতে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
কিরগিজস্তানের উপপ্রধানমন্ত্রী জেনিশ রাজাকভ সাংবাদিকদের বলেন, গাড়িবোমা বিস্ফোরণে শুধু হামলাকারীই নিহত হয়েছে। এ ছাড়া তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত নিরাপত্তারক্ষীদের সবাই কিরগিজ।
উপপ্রধানমন্ত্রী আরো বলেন, আহত তিন নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশকেকের পুলিশ সূত্রে জানা যায়, চীনা দূতাবাসে হামলায় মিতসুবিশি ডেলিকা গাড়ি ব্যবহার হয়েছে। দূতাবাসের একটি ফটকে আঘাতের পরপরই এর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ওই ফটকের কাছেই চীনা রাষ্ট্রদূতের বাসভবন।
চীনা দূতাবাসের কাছের বাসিন্দারা জানান, বোমা বিস্ফোরণে তাঁদের বাড়িঘর কেঁপে ওঠে এবং জানালার কাচ ভেঙে যায়।
কিরগিজস্তানের জরুরি বিভাগ জানিয়েছে, চীনা দূতাবাসে হামলার পর পরই কাছাকাছি অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিরগিজস্তান। এর পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং জঙ্গিবাদ দেখা যায়। সরকার হটানোর আন্দোলন ও জাতিগত সহিংসতায় দেশটির কয়েকশ মানুষ নিহত হয়।