প্রতিবাদ করায় বাস থেকে ফেলে কিশোরীকে হত্যা
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভারতের পাঞ্জাবে বাস থেকে ফেলে দিয়ে এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার মা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার প্রদেশের মোগা জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, এক নারী তাঁর মেয়ে ও ছেলেকে নিয়ে বাসে করে তাঁদের গ্রাম থেকে গার্দওয়ারা ভ্রমণে যাচ্ছিলেন।
কিশোরীর মা জানান, বাসটি ১০ কিলোমিটার যাওয়ার পর একজন যাত্রী তাঁর মেয়ের সঙ্গে অসদাচরণ শুরু করে। তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাঁর ওপর হামলা করে। তিনি তখন সহায়তার জন্য বাসের চালকের সহকারীর কাছে যান। কিন্তু এই ব্যক্তিও হামলাকারীর সঙ্গে যোগ দিয়ে মা ও মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় ওই নারী বাসের চালকের কাছে যান এবং বাস থামাতে বলেন। কিন্তু চালক তাঁর কথা না শুনে বাস চালাতে থাকেন।
বাসের গতি ধীর করার আগ পর্যন্ত মা ও মেয়েকে ১৫ মিনিট ধরে নিগ্রহের শিকার হতে হয়। এর পর তাঁদের দুজনকে বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টা পড়ে থাকার পর চিকিৎসা সহায়তা পাওয়ার আগেই ওই কিশোরী মারা যায়।
পুলিশ জানিয়েছে, বাসটির সন্ধান পাওয়া গেছে। কিন্তু বাসের চালক ও তার সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যতীন্দ্র খাইরা বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। অপরাধীদের ছাড়ব না।’