রাজ্যসভায় শিগগিরই সীমান্ত চুক্তি বিল
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শিগগিরই উঠছে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল। বিলে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আসাম।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিলে বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্তের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। আসামকে আপাতত বাদ দিয়েই পার্লামেন্টে বিলটি উঠবে।
বাংলাদেশের সঙ্গে আসাম সীমান্তের চুক্তিকে ‘স্পর্শকাতর’ আখ্যা দিয়েছে আসাম বিজেপি। আসাম বিজেপির আপত্তির মুখেই আপাতত আসামের সীমান্ত বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আসামে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের আশা করছে বিজেপি।
বাংলাদেশ ও ভারতে ১৬১টি ছিটমহল বিনিময় এবং স্থল সীমানা পুনর্নির্ধারণের জন্য ভারতের পার্লামেন্টে সীমান্ত চুক্তির সংশোধনী পাস করাতে হবে।
এসব ছিটমহলে প্রায় ৫০ হাজার মানুষ বাস করছে। দুই দেশের যেকোনো একটিতে বসবাস করার জন্য বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ছিটমহলের বাসিন্দাদের।