১০ বছর বয়সী পুলিশ কমিশনার!
দশ বছর বয়সী বালক গিরিশ শর্মা। আজ শুক্রবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের পুলিশ কমিশনার সে! স্থানীয় পুলিশ প্রশাসন একদিনের জন্য তাকে পুলিশ কমিশনারের চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে।
বিস্ময়কর এই ঘটনার পেছনে আছে মর্মস্পর্শী কাহিনী। গিরিশ শর্মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার ইচ্ছা ছিল পুলিশ কর্মকর্তা হবে। মৃত্যুপথযাত্রী এই শিশুর ইচ্ছার কথা জেনে স্থানীয় পুলিশ প্রশাসন একদিনের জন্য তাকে পুলিশ কমিশনারের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গিরিশ শর্মার ইচ্ছাপূরণে সহায়তা করেছে ‘মেক এ উইশ’ নামের একটি সামাজিক সংগঠন। তারা জানায়, গিরিশ দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। হরিয়ানার এই বালকের চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। তার পুলিশ কর্মকর্তা হওয়ার ইচ্ছার কথা সংগঠনটি পক্ষ থেকে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে এটি পূরণে সহযোগিতা চাওয়া হয়।
জয়পুরের পুলিশ কমিশনার জংগা শ্রীনিবাস রাও বলেন, মেক এ উইশের কাছ থেকে গিরিশের ইচ্ছার কথা জানতে পেরে তারা এটি পূরণের ব্যাপারে উদ্যোগ নেন। আজ শুক্রবার তার ইচ্ছা পূরণ করা হলো।
শ্রীনিবাস রাও আরো বলেন, গিরিশ শর্মা একজন পুলিশ কমিশনারের মতোই দায়িত্ব পালন করছে। কমিশনারের পোশাক পরে সে কার্যালয়ে বসেছে। এমনকি কিছু নথিতেও স্বাক্ষর করেছে সে।
এর আগে পুলিশের পক্ষ থেকে গিরিশ শর্মাকে গার্ড অব অনার দেওয়া হয়। একটি স্থানীয় পুলিশফাঁড়ি পরিদর্শনে গিয়ে গিরিশ সেখানকার কার্যক্রম দেখে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গিরিশ জানায়, পুলিশ হতে পেরে তাঁর খুব ভালো লাগছে। সে চোর ধরতে চায়, কারণ চোরেরা সমাজে খারাপ কাজ করে।
মেক এ উইশ ফাউন্ডেশনের সমন্বয়কারী স্মিতা শাহ বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাঁরা এটি বাস্তবায়নের চেষ্টা করেন। এটি আক্রান্ত শিশু, তার বাবা-মাকে যেমন খুশি করে, তেমনি এটি চিকিৎসার জন্যও ভালো।