উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করছে জাতিসংঘ
পারমাণবিক বোমার পরীক্ষা করায় উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাতিসংঘ। এই লক্ষ্যে গতকাল শুক্রবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।
গতকালের রুদ্ধদ্বার বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পঞ্চম পরীক্ষার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা কাউন্সিল। বৈঠকে নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার খসড়া তৈরির জাতিসংঘের সনদের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী কাজ শুরু করতে সম্মত হন।
জাতিংসঘ নিরাপত্তা কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত জেরাড ভ্যান বোহেমেন জরুরি বৈঠক শেষে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা উত্তর কোরিয়ার বিষয়ে তাৎক্ষণিক ও যথাযথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে উত্তর কোরিয়ার পানজি-রি পারমাণবিক স্থাপনার কাছে পারমাণবিক বোমার পঞ্চম পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর ফলে সেখানে রিখটার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।
বিস্ফোরণের পর পরই যুক্তরাষ্ট্রের মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উত্তর কোরিয়া বিশ্লেষক জেফরি লুইস বলেন, ধরন দেখে বোঝা যায়, অন্তত ২০ থেকে ৩০ কিলোটন বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
পরে জানা যায়, উত্তর কোরিয়া ১০ কিলোটনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এটিই উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা।
উত্তর কোরিয়ার শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষার পরপরই এর নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের কুশপুতুল দাহ করা হয়।
জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে পরে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত লিউ জেইয়ি বলেন, তাঁরা সব ধরনের বোমার পরীক্ষার বিরোধী। চীনের মতে, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়া সমস্যা সমাধান অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।