বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নয়
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে জনগণ ও সরকার । এতে ভারত কোনো হস্তক্ষেপ করবে না।
গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নোত্তরের জবাবে সৈয়দ আকবরউদ্দিন এ কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ওই ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানতে চান এক প্রশ্নকারী। জবাবে আকবরউদ্দিন বলেন, ‘...এ বিষয়ে বরাবরই আমাদের মত, জনগণ ও বাংলাদেশ সরকার সমস্যার সমাধান করবে।’
এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চলছে। এমন পরিপ্রেক্ষিতে ভারতের করণীয় জানতে চাইলে আকবরউদ্দিন বলেন, প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভারতের নীতিতে নেই।
৫ জানুয়ারি সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাও সহিংসতা চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘অবৈধ’আখ্যা দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এক মাসেরও বেশি সময় ধরে অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে।
এ সময়ের মধ্যে সহিংসতায় অর্ধ শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি লোক। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে শান্ত থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ।