জার্মানিতে আইএস সন্দেহে তিন সিরীয় গ্রেপ্তার
জঙ্গি সন্দেহে জার্মানিতে তিন সিরীয়কে আটক করা হয়েছে। হামলা চালানোর উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ওই সিরীয়দের পাঠিয়েছে বলে ধারণা করছেন জার্মানির কর্মকর্তারা।
আজ মঙ্গলবার জার্মানির সেশউইশ-হলস্টান এবং লোয়ার স্যাক্সনি প্রদেশ থেকে তিন সিরীয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সিরীয়রা হলো মাহিলি (১৭), ইব্রাহিম (১৮), মোহামেদ (২৬)।
জার্মানির ২০০ পুলিশসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ছয়টি স্থানে অভিযান চালান। স্থানগুলোর মধ্যে তিনটি শরণার্থী শিবিরও ছিল।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে গত বছরের নভেম্বরে প্যারিসের হামলারকারীদের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালের নভেম্বরে ওই সিরীয়রা জার্মানিতে ঢোকে। ধারণা করা হয়, ওই সিরীয়রা পরবর্তী কোনো নির্দেশনার জন্য অপেক্ষা করছিল।
যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ থাকার বিষয়ে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তিরা ভুয়া পাসপোর্ট নিয়ে তুরস্ক ও গ্রিস হয়ে জার্মানিতে প্রবেশ করেছে। গ্রেপ্তারকৃতদের কাছে থাকা মোবাইলে আগে থেই ‘ইনস্টল’ করা বিশেষ যোগাযোগ সফটওয়্যার পাওয়া গেছে। এ ছাড়া কয়েক হাজার ডলারও ছিল তাদের কাছে।
জার্মানির তদন্তকারীদের সন্দেহ, ১৭ বছর বয়সী মাহিলি সিরিয়ার আইএস ঘাঁটি রাকায় অস্ত্র চালনা এবং বোমা বিস্ফোরণের ওপর প্রশিক্ষণ নিয়েছে।