বিদেশি উদ্ধারকারীদের দেশে ফিরতে বলল নেপাল
বিদেশি উদ্ধারকারীদের দেশে ফিরে যেতে আহ্বান জানিয়েছে নেপালের সরকার। নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডুতে উদ্ধার অভিযান প্রায় শেষ। এর আগে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেওয়ার পরও গতকাল রোববার নেপালে কয়েকজন জীবিত উদ্ধার হয়েছেন। এদিকে, উদ্ধার অভিযানের মধ্যেই গতকাল দেশটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে।
নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেন, কাঠমান্ডু ও এর আশপাশের এলাকায় বড় ধরনের উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ স্থানীয় উদ্ধারকারীরাই সম্পন্ন করতে পারবেন। তবে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধারকাজ বাকি আছে। এসব ক্ষেত্রে বিদেশি উদ্ধারকারীরা স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারীদের সহায়তা করতে পারে।urgentPhoto
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ৩৪টি দেশের চার হাজার ৫০ জন উদ্ধারকারী কাজ করছেন। এসব বিদেশি উদ্ধারকারী নেপালের সেনাবাহিনী ও স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতা করছেন। এ ছাড়া জরুরি চিকিৎসা, খাদ্য বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদানেও কাজ করছেন এসব বিদেশি উদ্ধারকারী।
গত ২৫ এপ্রিলের ভূমিকম্প ছিল নেপালে গত আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ওই ভূমিকম্পে আজ সোমবার সকাল পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ২৭৬ জনে।
শতবর্ষী বৃদ্ধ জীবিত উদ্ধার, আরো মৃত্যুর শঙ্কা
নেপালে ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্য থেকে ১০১ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের আটদিন পর গতকাল রোববার কাঠমান্ডুর ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের নুয়াকোট জেলায় ফুনচু তামাং নামের ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। তাঁকে হেলিকপ্টারে করে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং বলেন, নিজের বাড়ির ধ্বংসস্তূপের মধ্য থেকে ফুনচু তামাংকে উদ্ধার করা হয়। হাত ও পায়ে তিনি কিছুটা আঘাত পেয়েছেন। তিনি সুস্থ আছেন। এ ছাড়া সিন্ধুপালচোক জেলায় আরো তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নেপালের কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রত্যন্ত ও পাহাড়ি আঞ্চলের উদ্ধার অভিযান চালানোর পর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
বুদ্ধপূর্ণিমা পালিত
কাঠমান্ডুর একটি পাহাড়ের শীর্ষে অবস্থিত শম্ভুনাথ মন্দিরে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে। পাহাড়ের চারপাশে হেঁটে কয়েকশ মানুষ প্রার্থনা করেন।
শম্ভুনাথ মন্দিরের কিছু কিছু স্থাপনা পঞ্চম শতাব্দীর। এই মন্দিরকে বানরের মন্দিরও বলা হয়। কারণ, মন্দিরের চারপাশে অনেক বানর স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে মন্দিরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শম্ভুনাথ মন্দিরের প্রার্থনায় অংশ নেওয়া এক বৌদ্ধ ধর্মাবলম্বী সান্তা লামা (৬০) বলেন, তিনি প্রার্থনা করেন দেশে আবার শান্তি আসবে এবং দেশের দুর্ভাগ্য দূর হবে।
বিমানবন্দরে চলাচল সীমিত
রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত রোববার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের মূল অংশে মানবিক সাহায্যবাহী বড় উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তবে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের সর্বোপরি পরিস্থিতির উন্নতি হচ্ছে।
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের ব্যবস্থাপক বীরেন্দ্র শ্রেষ্ঠ বলেন, শুধু মাঝারি আকৃতির জেট বিমানের জন্য বিমানবন্দরটি তৈরি হয়েছে। তবে ভূমিকম্পের পর থেকে মানবিক সহায়তা, খাবার, ওষুধ, উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি নিয়ে বড় আকৃতির সামরিক ও কার্গো বিমান ওঠানামা করছে।
জাতিসংঘের নেপাল সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক বলেন, একটি মাত্র রানওয়ে, সীমিত সংখ্যক শ্রমিক ও ব্যবস্থাপনা সুবিধা সত্ত্বেও সেখানে বাণিজ্যিক বিমান চলাচল অব্যাহত রাখা হয়েছে। তবে সর্বোপরি মানবিক সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতিসংঘের আবেদনের পরিপ্রেক্ষিতে নেপালের সরকার শুল্ক ও অন্যান্য আমলাতান্ত্রিক বিষয়ে কিছুটা শিথিল করেছে। তাই মানবিক সহায়তা বিধ্বস্ত অঞ্চলে পৌঁছানোর বিষয়টি অনেক ত্বরান্বিত হয়েছে।